পারিশ্রমিকের খাম দেখিয়ে ‘ঘিরে নেওয়ার’ হুমকি রাজশাহীর
Published: 26th, January 2025 GMT
বিপিএলের চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছিলেন এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা। এরপর আংশিক পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে মাঠে নামার ঘোষণা দেন তারা। চট্টগ্রামে আংশিক পারিশ্রমিকও পান তারা।
এরপর ঢাকায় বিপিএলের শেষ পর্ব শুরু হওয়ার আগেও নাকি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন। ঢাকায় শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
ওই ম্যাচের আগে পারিশ্রমিক পেয়েছেন দুর্বার রাজশাহীর বিজয়-তাসকিন-শরিফুলরা। রাজশাহীর টপ অর্ডার ব্যাটার বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিশ্রমিকের খাম পাওয়ার ছবি পোস্ট করেছেন।
সঙ্গে দিয়েছেন প্রতিপক্ষকে হুমকি। রাজশাহীর আঞ্চলিক ভাষায় দেওয়া পোস্টে লিখেছেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’ চলতি বিপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে রংপুর রাইডার্স। সেটি এই দুর্বার রাজশাহীর বিপক্ষে। দ্বিতীয়বার সোহানদের মুখোমুখি হওয়ার আগে ঘিরে নেওয়ার হুমকি দিয়েছেন বিজয়রা।
দুর্বার রাজশাহীর সামনে চলতি বিপিএলের সুপার ফোরে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। তাদের সামনে রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ রয়েছে। দুই ম্যাচে জিতলে শেষ চারের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন তাসকিনরা। একটি জিতলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে তাদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।
নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।