ফ্যাসিবাদের ফাঁদে পা দেওয়া যাবে না: ইসলামী আন্দোলন
Published: 7th, February 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, “জুলাই-আগস্টের বিপ্লবকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট ও তার দোসররা মরিয়া হয়ে উঠেছে। তারা নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কোনো অবস্থাতেই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশপ্রেমিক জনতাকে অত্যন্ত সতর্কতার সাথে এসব মোকাবিলা করতে হবে।”
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের বংশাল থানা শাখার উদ্যোগে আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বংশাল থানা কমিটির সভাপতি আলহাজ শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আলহাজ আবুল কাশেম, নগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল, মুফতি আবদুল আহাদ, মাওলানা গোলামুর রহমান, আল-আমিন সিদ্দিকী প্রমুখ।
মাওলানা ইমতিয়াজ আলম আরো বলেছেন, “রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে।”
সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য আলহাজ শাহ আলমকে বংশাল থানা কমিটির সভাপতি ও আলহাজ জহিরুল ইসলামকে সেক্রেটারি ঘোষণা করে শপথ পড়ানো হয়।
আজ খিলগাঁও, মুগদা ও কোতয়ালী থানা থানা সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইমতিয়াজ আলম।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আলহ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল