মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ইমতিয়াজ জুবায়েরসহ (৩৬) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ইমতিয়াজ জুবায়ের ওরফে সজীব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জাহাঙ্গীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাকে পুলিশ আটক করেছে। যদি কোনো কর্মকর্তা অনৈতিক কাজের দায়ে কোনো মামলার এজাহারভুক্ত আসামি হন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সময় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।

গ্রেপ্তার অন্যরা হলেন দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার আলমগীর চৌধুরীর ছেলে আবদুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আবদুল খালেকের ছেলে আমিনুল রসুল (৪০) ও বড় বন্দর এলাকার কাওসার আহমেদের ছেলে জাকির হোসেন (৩৬)।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকায় একটি মোটর মেকানিক গ্যারেজের গোপন কক্ষে নিয়মিত মাদক সেবনের আড্ডা বসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। ইয়াবা সেবনকালে ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ওসি মতিউর রহমান জানান, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯টি মাদক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৮১টি ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ১৫৪ গ্রাম গাঁজা ও ৫৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের

প্রতিবছর বাঙালি হিন্দুদের সর্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে নানা সাম্প্রদায়িক ঘটনা ঘটে। আসন্ন দুর্গাপূজায় যেন কোনো ধরনের অরাজকতা না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। ‘বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ শিরোনামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের উদ্যোগে ঢাকার পাশাপাশি দেশের সব জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি মাখদুমা নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, আন্দোলন উপপরিষদ সম্পাদক রাবেয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্দোলন উপপরিষদ সদস্য বহ্নিশিখা দাশ পুরকায়স্থ বক্তব্য দেন। মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার নুরুননাহার তানিয়া মানববন্ধন সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম বলেন, ‘আমাদের সংবিধানে নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য সমতা, ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে মর্যাদাকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। এ দেশে নানা জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির লোকের বসবাস। সবার নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজকে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা আরও কার্যকর হওয়া আবশ্যক। রাষ্ট্রকাঠামো এমন হওয়া উচিত, যাতে সবাই মিলে নিজ নিজ উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ

  • সিপিবির ১৩তম কংগ্রেস ১৯-২২ সেপ্টেম্বর, ঠিক হবে ‘রণকৌশল’
  • শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
  • দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের