রবিন-মিজানুরদের ম্লান করে রাব্বি-সোহানের হাসি
Published: 4th, March 2025 GMT
মাহফিজুল ইসলাম রবিন-মিজানুর রহমানের ব্যাটে ভর করে ধানমন্ডি ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়েছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। কিন্তু শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জে টিকতে পারেনি ব্রাদার্স।
ফজলে মাহমুদ রাব্বির গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে দারুণ এক ফিফটিতে শেষ হাসি হাসেন ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। চার উইকেটের জয়ে চলমান লিগে দারুণ শুরু করে ধানমন্ডির ক্লাবটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৬২ রান করে ব্রাদার্স। তাড়া করতে নেমে ৪৮.
আরো পড়ুন:
মিরপুরে প্রতিনিধি দল
আলোর মুখ দেখছে নিউ জিল্যান্ড ‘এ’র বাংলাদেশ সফর
শরিফুলের ভয়ংকর রূপ
১০ ওভারে ৫০ ডট বল, ১৪ রানে নিলেন ৪ উইকেট
৫৩ বলে ৫৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। চারটি চারের মারে ইনিংসটি সাজানো ছিল। তার সঙ্গে ২৪ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন জিয়াউর রহমান। সর্বোচ্চ ৫৫ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। ৭৮ বলে ১টি চার ও ৩টি ছয়ের মারে এই রান করেন তিনি। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু।
এর আগে মাহফিজুল-মিজানুর-ইমতিয়াজের ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর করতে পারে ব্রাদার্স। মাহফিজুল মাত্র ১৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ৭৩ রান করে রিটায়ার্ড হার্ট হন মিজানুর। আর ৫০ রান আসে ইমতিয়াজের ব্যাট থেকে। ধানমন্ডি ক্লাবের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।
ঢাকা/রিয়াদ/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ধ নমন ড র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি