কুমিল্লায় কিশোরীকে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চের এ ঘটনায় রোববার রিয়াজুল হক হামীম নামে এক তরুণকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করেছে ভুক্তভোগী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামীমের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্রে ২৭ মার্চ রাতে মোবাইল ফোনে কল করে তাকে দেখা করতে বলে হামীম। তার কথামতো ওই কিশোরী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যায়। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে কৌশলে পাশের মাছের খামার পাহারার ঘরে নিয়ে যায় হামীম এবং পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার জানান, মেয়ের কাছে বিস্তারিত শুনে হামীমের পরিবারকে বিষয়টি জানানো হয়। তারা হামীমের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আশ্বাস দেয়। ঈদুল ফিতরের পর বিষয়টি সমাধানের কথা ছিল। কিন্তু এরই মধ্যে হামীম ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে গেছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, হামীম ও তার পরিবারের তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিশু ও এক পোশাককর্মী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন পোশাককর্মী। এ ঘটনায় তিনি শনিবার রাতে তিনজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। 

আসামিরা হলো– আলতাব, শাহিনুর ও স্বাক্ষর হোসেন। অপরদিকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম হোসেন নামে এক তরুণকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার হরগজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, হরগজ বাজারে একটি স্টুডিও রয়েছে ইয়াকুবের। গত ২৪ ফেব্রুয়ারি ওই ছাত্রী ছবি তোলার জন্য সেখানে যায়। এরপর পারভেজ কৌশলে কোমল পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। এরপর থেকে ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে ইয়াকুব। এ ঘটনায় রোববার সকালে ইয়াকুবের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক বাসামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার শহরের পারলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর করা মামলা তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অভিযোগ পেয়ে ওই দোকানে কাজ করা এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতেই দেবীগঞ্জ থানায় মামলা হয়। 

রাজবাড়ীর পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন, এসআই হিমাদ্রি হাওলাদারসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন এক নারী। রোববার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি হয়। মামলার অপর আসামি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের আরিফ হোসেন। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। 

পাংশা থানার ওসির দাবি, মামলার বাদী ও তার স্বামী অপহরণ মামলার আসামি। মামলা থেকে বাঁচতে কারও ইন্ধনে এই অভিযোগ করেছেন তিনি।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর র পর ব র এ ঘটন য় উপজ ল

এছাড়াও পড়ুন:

টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়।  আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’ 

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা
  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
  • টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা