কুমিল্লায় কিশোরীকে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চের এ ঘটনায় রোববার রিয়াজুল হক হামীম নামে এক তরুণকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করেছে ভুক্তভোগী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামীমের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্রে ২৭ মার্চ রাতে মোবাইল ফোনে কল করে তাকে দেখা করতে বলে হামীম। তার কথামতো ওই কিশোরী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যায়। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে কৌশলে পাশের মাছের খামার পাহারার ঘরে নিয়ে যায় হামীম এবং পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার জানান, মেয়ের কাছে বিস্তারিত শুনে হামীমের পরিবারকে বিষয়টি জানানো হয়। তারা হামীমের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আশ্বাস দেয়। ঈদুল ফিতরের পর বিষয়টি সমাধানের কথা ছিল। কিন্তু এরই মধ্যে হামীম ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে গেছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, হামীম ও তার পরিবারের তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিশু ও এক পোশাককর্মী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন পোশাককর্মী। এ ঘটনায় তিনি শনিবার রাতে তিনজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। 

আসামিরা হলো– আলতাব, শাহিনুর ও স্বাক্ষর হোসেন। অপরদিকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম হোসেন নামে এক তরুণকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার হরগজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, হরগজ বাজারে একটি স্টুডিও রয়েছে ইয়াকুবের। গত ২৪ ফেব্রুয়ারি ওই ছাত্রী ছবি তোলার জন্য সেখানে যায়। এরপর পারভেজ কৌশলে কোমল পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। এরপর থেকে ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে ইয়াকুব। এ ঘটনায় রোববার সকালে ইয়াকুবের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক বাসামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার শহরের পারলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর করা মামলা তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অভিযোগ পেয়ে ওই দোকানে কাজ করা এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতেই দেবীগঞ্জ থানায় মামলা হয়। 

রাজবাড়ীর পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন, এসআই হিমাদ্রি হাওলাদারসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন এক নারী। রোববার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি হয়। মামলার অপর আসামি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের আরিফ হোসেন। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। 

পাংশা থানার ওসির দাবি, মামলার বাদী ও তার স্বামী অপহরণ মামলার আসামি। মামলা থেকে বাঁচতে কারও ইন্ধনে এই অভিযোগ করেছেন তিনি।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর র পর ব র এ ঘটন য় উপজ ল

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার