ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ‘‘নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার নিকট যে প্রস্তাবনা দাখিল করেছে তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাচেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। এ প্রস্তাব ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সাথে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে।’’

রবিবার (২০ এপ্রিল) এক বিবৃ‌তি‌তে তি‌নি এসব কথা ব‌লেন।

ইমতিয়াজ আলম বলেন, ‘‘ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর শাস্তির বিধানও কোরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ইসলামের পরিভাষায় যাকে জিনা আখ্যায়িত করা হয়েছে তাই হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায় অনিচ্ছাসহ যেভাবেই হোক না কেন তা কেবলই জিনা হিসেবে বিবেচিত হবে।’’

তিনি বলেন, ‘‘সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পচিমা সংস্কৃতির লিফলেট মাত্র। যা শুধু ইসলামেই না বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক।’’ 

তিনি সংস্কার দেওয়া প্রস্তাবক ঘৃণাভরে প্রত্যাখান করে অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব ইসল ম র

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ