ঈদুল আজহায় দর্শকদের জন্য চমক নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। তার অভিনীত ‘শিরোনাম’ সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
বুধবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নিরব দেন। এ নায়ক বলেন, “নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।”
‘শিরোনাম’ পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদে মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। তার ভাষায়, “দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।”
আরো পড়ুন:
ঢাকার রাস্তাঘাটই এখন আমার র্যাম্প, বললেন ক্ষুব্ধ পিয়া
নুসরাতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জন, নীরবতা ভাঙলেন যশ
তবে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু জানাতে নারাজ পরিচালক। শুধু এতটুকু বললেন, “এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চান, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শিরোনাম’।”
নায়ক নিরব ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় একঝাঁক শিল্পী। যদিও পুরো অভিনয়শিল্পীর তালিকা এখনই প্রকাশ করতে নারাজ পরিচালক।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী— যা এই সিনেমায় আন্তর্জাতিক ছোঁয়া যোগ করেছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…
অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, খুব শিগগিরই তারা সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না বার্সা।
লা লিগার চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে ২৫ হাজার ৯৯১ দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে খেলা আয়োজনের। তবে বার্সেলোনা এখনই ঘরের মাঠে ফিরছে না। ৪৫ হাজার ৪০১ দর্শককে জায়গা দেওয়ার অনুমতি চেয়েছে লিগ কর্তৃপক্ষের কাছে। আশা করছে, আরও কিছু সংস্কারের পর সেই অনুমতি মিলবে।
প্রায় ৯০০ দিন পর ক্যাম্প ন্যুতে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করবে বার্সেলোনা