ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছ ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৯ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক ও রাজধানীর মিরপুরের বাসিন্দা ফিরুজ মিয়া (৪৫) ও গাড়ির মালিক খলিল মিয়া (৪৮); মৃত ব্যক্তির স্বজন ও পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (৩০), ছালেক মিয়া (৫০), নাহিদ মিয়া (৩৩), মো.

আলমগীর মিয়া (৪৫), মো. সালাউদ্দিন (৩০), আলেয়া বেগম (৫০) ও আলী নেওয়াজ মিয়া (৪৯)।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব ছবদর আলী অনেক দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে স্বজনেরা তাঁকে রাজধানীর মিরপুরে আহসানিয়া ক্যানসার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। পরে রাতেই তাঁরা একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে নাসিরনগরের উদ্দেশে রওনা হন। গতকাল রাত একটার দিকে তিলপাড়া এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতি রোধ করে। তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। একপর্যায়ে গাড়ির ভেতরে লাশের সঙ্গে থাকা এক নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে।

ভুক্তভোগীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সের চালকসহ যাত্রীদের কাছ থেকে ১০টি মুঠোফোন ও অর্ধ লক্ষাধিক টাকা লুট করেছে ডাকাত দলটি।

ছবদর আলীর ছেলে ও পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘টাকাপয়সা ও মোবাইল লুট করে নিছে, এতে কোনো দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতেরা, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম প্রথম আলোকে জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

দায়িত্বে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎শুক্রবার (৪ জুলাই) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ, ও নাসির উদ্দিন মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরো পড়ুন:

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ছাত্রশিবিরের ৫ দফা

জাবির গণিত বিভাগের ভবন নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবি শিক্ষার্থীদের

তবে এ ব্যাপারে দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ( (২০০৯-১০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করে ১৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সিটিজেনস ব্যাংকের এমডি হলেন আলমগীর হোসেন
  • লন্ডনের বৈঠকে ঠিক হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল
  • মাটি, মূর্তি ও মানস: অতীত ঐতিহ্যের নান্দনিক ছবি
  • নাসিরনগরে গোষ্ঠীগত দ্বন্দ্বের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
  • অভিনয়ে নিজেকে ভাঙার মিশনে সামিরা খান মাহি
  • নাসিরনগরে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
  • জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি