জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার রাত নয়টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি ও বৈষম্যবিরোধী নেতারা মোস্তাফিজুর রহমান ও জাতীয় পার্টি নেতাদের আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান।

আজ দুপুরে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানকে মেয়র পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন জাতীয় পার্টির কর্মী–সমর্থকেরা। এ সময় তাঁরা সাবেক মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহাল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে সাত দিনের সময়সীমা দেন। দাবি পূরণ না হলে ঈদের পর লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ‌

জাতীয় পার্টির বিক্ষোভের প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল শেষে নগরের জাহাজ কোম্পানি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ, সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, এনসিপির সংগঠক আলমগীর নয়ন প্রমুখ।

ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘গণ–অভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়েছে। ওই ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ছিল এই জাতীয় পার্টি। তারা ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে গুম, খুন ও অন্যায়ের সহযোগী হয়েছে। জাতীয় পার্টির রাজনীতি করার আর কোনো অধিকার নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের কোনো দোসরকে আর বসতে দেব না।’

জাতীয় পার্টির মিছিল প্রসঙ্গে এনসিপি নেতা আলমগীর নয়ন বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, তারা কীভাবে এই রংপুরে আবু সাঈদের মাটিতে মিছিল করার সাহস পায়। প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, এই মিছিলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ