জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের আওতায় হলে আসন বরাদ্দের লক্ষ্যে ১৪ জুন সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৪০ শিক্ষার্থী আবেদন করেছেন। ১৪ জুন শুরু হয়ে তিন দিনব্যাপী তাঁদের সাক্ষাৎকার কার্যক্রম চলবে। আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ক্রমিক নম্বর অনুযায়ী নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ১ থেকে ২০০ ক্রমিক পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ১৪ জুন। দ্বিতীয় ধাপে ২০১ থেকে ৪০০ ক্রমিক পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ১৫ জুন। তৃতীয় ধাপে ৪০১ থেকে ৫৪০ ক্রমিক পর্যন্ত আবেদনকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৬ জুন।

তিন দিনব্যাপী এ সাক্ষাৎকার কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। আবেদনকারীদের নির্ধারিত দিন ও সময় অনুযায়ী উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন, কিন্তু এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আবেদনপত্রের হার্ডকপি জমা দেননি, সাক্ষাৎকারে অংশ নিতে তাঁদের আবশ্যিক আবেদনপত্রের হার্ডকপি সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হার্ডকপি ছাড়া কোনো আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দক্ষিণ কেরানীগঞ্জের পোর্ট কনটেইনার রোডে অবস্থিত মেধাবী প্রকল্প কার্যালয়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত তারিখগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাক্ষাৎকার কেন্দ্রে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু থাকবে। সকাল ৯টা ১৫ মিনিটে ও সকাল ১০টা ১৫ মিনিটে দুটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের হলে আসন বরাদ্দে বিজ্ঞপ্তি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে প্রাথমিকভাবে ৫০০ ছাত্রের আবাসনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ, প্রথম বর্ষ) আগ্রহী ছাত্রদের ২৭ মের মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করতে বলা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রকল প ১৪ জ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ