যুদ্ধে ইরান জিতছে না, তাদের এখনই আলোচনায় বসা উচিত: ট্রাম্প
Published: 17th, June 2025 GMT
চলমান যুদ্ধে ইরান জিতছে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। খবর-এএফপি
ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে ‘চায়’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক্ষেত্রে ‘সময় থাকতেই’ ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিত। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের এখনই কথা বলা উচিত।
ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’
ট্রাম্প বলেন, ‘তাদের একটি চুক্তি করতেই হবে এবং এটি উভয়পক্ষের জন্যই বেদনাদায়ক। তবে আমি বলবো ইরান এই যুদ্ধে জিতছে না, তাদের কথা বলা উচিত। খুব দেরি হওয়ার আগেই তাদের অবিলম্বে কথা বলা উচিত।
ট্রাম্পের হস্তক্ষেপ ‘কামনা’ ইরানের: এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানাতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছে ইরান। চার দিন ধরে চলা যুদ্ধ শেষ করার এটি একমাত্র উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ ‘বিজয়ের পথে’ রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…
অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, খুব শিগগিরই তারা সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না বার্সা।
লা লিগার চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে ২৫ হাজার ৯৯১ দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে খেলা আয়োজনের। তবে বার্সেলোনা এখনই ঘরের মাঠে ফিরছে না। ৪৫ হাজার ৪০১ দর্শককে জায়গা দেওয়ার অনুমতি চেয়েছে লিগ কর্তৃপক্ষের কাছে। আশা করছে, আরও কিছু সংস্কারের পর সেই অনুমতি মিলবে।
প্রায় ৯০০ দিন পর ক্যাম্প ন্যুতে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করবে বার্সেলোনা