জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ, আবেদন ফি ১৫০০ টাকা
Published: 17th, June 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ফল ২০২৫ সেশনে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
এমবিএ প্রধান বিষয়-
১. অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস
২. ম্যানেজমেন্ট স্টাডিজ (এইচআরএম ও এমআইএস)
৩. ফিন্যান্স ও ব্যাংকিং
৪. মার্কেটিং
ভর্তির যোগ্যতা-
১.
প্রোগ্রামের বিবরণ-
১. আবেদন ফি: ১৫০০ টাকা
২. ক্লাসের দিন ও সময়: শুক্রবার ও শনিবার (সকাল ৮ টা থেকে রাত ৯টা)
৩. যাতায়াতের সার্ভিস রয়েছে
৪. আবেদন অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে ভিজিট করুন: www. embajnu. com
আরও পড়ুনইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন ১৮ মার্চ ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য -
১. আবেদনের শেষ তারিখ: ১৮ জুন ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার। সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা।
৩. ক্লাস শুরুর তারিখ: ১৮ জুলাই ২০২৫।
*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.jnu.ac.bd
আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।