জবির বাসে র্যাগিং প্রমাণিত হলে ব্যবস্থা
Published: 24th, June 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন ব্যবস্থায় যাতায়াতকারী শিক্ষার্থীদের মধ্যে কেউ র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের আগমনের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে কিছু নবীন শিক্ষার্থীকে বাসে যাতায়াতকালে বিভিন্নভাবে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এতে করে অনেকেই শ্রেণিকক্ষে মনোনিবেশে ব্যাঘাত অনুভব করছেন। এ ধরনের কার্যকলাপ ‘র্যাগিং’ হিসেবে বিবেচিত, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিতভাবে বাসে যাতায়াত করেন। কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেউ কেউ বাসে হেনস্তার শিকার হচ্ছেন। ইতোমধ্যে আমরা দুটি লিখিত অভিযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ক্যাম্পাস ও বাস উভয় ক্ষেত্রেই র্যাগিং বন্ধে বিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে চলাচল করুক। কেউ র্যাগিংয়ে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব শিক্ষার্থীকে র্যাগিংয়ের মতো নিন্দনীয় কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং যেকোনো অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫