ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড়ধস হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চার শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েন। প্রায় নয় ঘণ্টা পর বিকেল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় সাজেকে আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানিয়েছেন, দিঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সড়কে ধসে পড়া মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো যাত্রা শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, বুধবার রাতভর ভারী বৃষ্টির কারণে সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে। এর পাশাপাশি বড় বড় পাথর ও গাছ উপড়ে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়েছিল।
আরো পড়ুন:
ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক
পাহাড় ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
রিসোর্ট অ্যান্ড কটেজ অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানিয়েছেন, আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন। এখন পর্যটকরা আসতে ও যেতে পারবেন, কোনো সমস্যা নাই।
ঢাকা/শংকর/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প হ ড় ধস পর যটক
এছাড়াও পড়ুন:
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলরত নারী পর্যটকদের ভিডিও ধারণ করার দায়ে রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি মুদি দোকানের ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।
সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, ‘‘রুবেল নারীদের গোসলের ভিডিও করছিলেন। প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি দেখত পেয়ে তাকে আটক করি।’’
অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “রুবেলের মোবাইল চেক করে দেখি, অনেক ভিডিও। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দেই। পরে তাদের কাছে সোপর্দ করি।’’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “অনুমতি ছাড়া নারী পর্যটকদের ভিডিও ধারণের দায়ে রুবেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।’’
ঢাকা/ইমরান/রাজীব