আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামালপুর পৌরসভার এক কর্মচারীকে আটক করে পুলিশ। পরে তাঁর মুক্তির দাবিতে পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে থানায় অন্য কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিলে ওই কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার নাম মো. আবদুল খালেক। পৌরসভার টিকাদান সুপারভাইজার হিসেবে কর্মরত খালেক জামালপুর পৌরসভা কর্মচারী সংসদের সাবেক সভাপতি। তাঁর বাড়ি শহরের নাঙ্গজোড়া এলাকায়। তিনি জামালপুর পৌর শাখার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময়ে অপকর্মের সঙ্গে সম্পৃক্ততা ছিল কি না, তা জিজ্ঞাসাবাদ করার জন্য আবদুল খালেককে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে জানা যায়, তিনি হার্টের রোগী এবং অসুস্থ। মানবিক কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও পৌরসভা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতে সোমবার বেলা দুইটার দিকে আবদুল খালেককে পৌরসভার কার্যালয় থেকে আটক করে সদর–থানা পুলিশ। এর কিছু পরেই পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে সব সেবা বন্ধ করে দেন অন্য কর্মকর্তা-কর্মচারীরা। পরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো.

হাফিজুর রহমানের নেতৃত্বে থানা থেকে খালেককে ছাড়িয়ে আনতে থানা প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। পরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান তালুকদার পুলিশের সঙ্গে দেনদরবার করে খালেককে ছাড়িয়ে আনেন। পরে রাজনৈতিক নেতার মতো তাঁকে সামনে রেখে কর্মকর্তা-কর্মচারীরা হেঁটে পৌরসভায় যান। বিষয়টি নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, পৌরসভার বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী সাবেক মেয়রের আশীর্বাদপুষ্ট। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের আমলের। ফলে তাঁরা সবাই মিলে বড় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন পৌরসভায়। আজকের ঘটনা এটাই প্রমাণ করে। আবদুল খালেক আওয়ামী লীগের দোসর হিসেবেই পরিচিত। অথচ আওয়ামী লীগের অনুসারী অন্য কর্মচারীরা পৌরসভায় তালা ঝুলিয়ে তাঁকে ছাড়িয়ে এনেছেন।

আবদুল খালেককে ধরার পর ছেড়ে দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জামালপুর সদর থানার ওসি তদন্ত মকবুল হোসেন জানান, ওই ব্যক্তি পৌরসভার সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি এক হার্টের রোগী। সম্প্রতি তাঁর অস্ত্রপচার হয়েছে। মানবিক কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা থানায় অবস্থান নেওয়ার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা থানায় আবদুল খালেককে দেখতে এসেছিলেন। অবস্থান নেননি। তাঁকে ধরলেনই কেন? আবার তাঁকে ছেড়েই দিলেন কেন? এমন প্রশ্নে ওসি বলেন, ‘ঊর্ধ্বতনরা যেভাবে বলেছেন, সেইভাবেই করেছি।’

এ বিষয়ে কথা বলার জন্য আবদুল খালেকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু ফোনটি ব্যস্ত দেখাচ্ছিল। ফলে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আবদুল্লাহ-বিন-রশিদ প্রথম আলোকে বলেন, ‘শুনেছিলাম, পৌরসভার একজন কর্মচারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছেন। তাঁকে ছাড়িয়ে নিতে পৌরসভার প্রধান ফটকে তালা ঝোলানোর বিষয়টি আমার জানা নেই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল খ ল ক প রসভ র প অবস থ ন ন কর মকর ত আওয় ম

এছাড়াও পড়ুন:

জুমে যুক্ত হচ্ছে এআই অ্যাভাটার, যে সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অ্যাভাটার (ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। এই সুবিধা চালু হলে অনলাইন বৈঠকের সময় অংশগ্রহণকারীরা নিজেদের চেহারার বদলে এআই অ্যাভাটার অন্যদের দেখাতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়া যাবে। জুম জানিয়েছে, ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের ‘ফটো রিয়েলিস্টিক’ বা বাস্তবসম্মত এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন। ফলে ক্যামেরার সামনে হাজির হওয়ার মতো প্রস্তুতি না থাকলেও মিটিংয়ে স্বচ্ছন্দে অংশ নেওয়া যাবে।

জুমের তথ্যমতে, ডিসেম্বর থেকে এআই অ্যাভাটার ব্যবহারের সুযোগ পাবেন ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা। এআই অ্যাভাটার তৈরির জন্য ব্যবহারকারীদের নিজের একটি ছবি তুলে আপলোড করতে হবে। সেই ছবির ভিত্তিতে এআই অ্যাভাটার তৈরি করে দেবে জুম। এই অ্যাভাটারকে ব্যবহারকারী ইচ্ছেমতো পোশাকে সাজাতে পারবেন। বৈঠক চলাকালে অ্যাভাটারটি ব্যবহারকারীর নড়াচড়া ও মুখভঙ্গি অনুকরণ করবে। দেখে মনে হবে যেন সেই ব্যক্তিই কথা বলছেন।

এআই অ্যাভাটারের নিরাপত্তার বিষয়ে জুম জানিয়েছে, কেউ যাতে অন্য কারও রূপ নিয়ে বৈঠকে প্রবেশ করতে না পারেন, সে জন্য চালু করা হবে ‘লাইভ ক্যামেরা অথেনটিকেশন’ নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি বৈঠক চলাকালে পর্দায় আলাদা একটি নোটিশ দেখা যাবে, যা জানাবে সংশ্লিষ্ট ব্যক্তি অ্যাভাটার ব্যবহার করছেন। তবে এই নিরাপত্তাব্যবস্থা এখনো উন্নয়নের পর্যায়ে আছে। ফলে চালুর আগে নিয়মকানুনে কিছু পরিবর্তন আসতে পারে।

গত জুনে এক সাক্ষাৎকারে জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রত্যেকের একটি করে ‘ডিজিটাল টুইন’ বা ভার্চ্যুয়াল প্রতিরূপ থাকবে। সেই ডিজিটাল টুইন মালিকের হয়ে মিটিংয়ে যোগ দেবে বা ই–মেইলের উত্তর দেবে। জুম এখনো সেই ধাপে পৌঁছায়নি, তবে সে দিকেই অগ্রসর হচ্ছে।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ