অন্য লিগ ছেড়ে বিপিএলকেই বেছে নেওয়ার কারণ জানালেন থিসারা
Published: 21st, January 2025 GMT
জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়। এসব লিগ নিয়ে ভক্তদের উন্মাদনা কম নয়। তবে একাধিক লিগের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি বিদেশি ক্রিকেটারদের আগ্রহ কিছুটা কমে যায়। এর মধ্যেও রয়েছেন ব্যতিক্রমী কিছু ক্রিকেটার, যারা অন্য লিগের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেছে নেন বিপিএলকে।
এমনই একজন লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব করছেন তিনি। যদিও শুরুতে চুক্তি করার সময় জানতেন না যে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন।
থিসারা পেরেরা সম্প্রতি জানিয়েছেন কেন তিনি বিপিএলকে অগ্রাধিকার দিয়েছেন। তার মতে, ‘এটা মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডই ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। অনেক ইংলিশ এবং বিদেশি ক্রিকেটার বিপিএলে অংশ নিয়েছেন। তবে একই সময়ে একাধিক লিগ হলে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ভাগ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘একেকজন খেলোয়াড়ের চিন্তাভাবনা একেক রকম। আমি বিপিএলকে বেছে নিয়েছি কারণ, এই টুর্নামেন্ট আগেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলে। অন্য লিগ থেকেও প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু বিপিএলের প্রতি আগ্রহী হয়ে এখানে এসেছি। অন্য লিগ নিয়ে এখন ভাবছি না, পুরোপুরি এই লিগেই মনোযোগ দিচ্ছি।’
সোমবার (২০ জানুয়ারি) সাগরিকার মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৬ রান। জবাবে সিলেট স্ট্রাইকার্স তাদের ইনিংস শেষ করে ১৯০ রানে। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে থিসারার দল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে