১১ ইঞ্চি পর্দার নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে
Published: 20th, October 2025 GMT
দেশের বাজারে ‘ব্ল্যাক শার্ক প্যাড ৭’ মডেলের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট কম্পিউটার এনেছে টেকটাইম। শাওমির সহ–ব্র্যান্ড হিসেবে পরিচিত ব্ল্যাক শার্কের তৈরি ১১ ইঞ্চি আইপিএস এলসিডি পর্দার ট্যাবলেট কম্পিউটারটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকটাইম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ট্যাবলেট কম্পিউটারটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসরসহ সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম রয়েছে। ট্যাবলেট কম্পিউটারটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়।
৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ট্যাবলেট কম্পিউটারটি দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ডলবি অ্যাটমস সাউন্ডযুক্ত ট্যাবলেট কম্পিউটারটি ওয়াই–ফাই এবং ফোর–জি প্রযুক্তি সমর্থন করে। দাম ধরা হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামায়াত জমি দখল করে না: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে, তা সারাদেশে পৌছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।”
সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
বিভ্রান্তিকর বক্তব্য নাহিদের কাছ থেকে জাতি আশা করে না: জামায়াত
দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি সুবিচার করুন
কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না।”
তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল।
আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।
ঢাকা/শাহীন/মেহেদী