ছাত্র সংসদের মতো ‘ভোটবিপ্লব’ জাতীয় নির্বাচনেও হবে: জামায়াত নেতা রফিকুল
Published: 20th, October 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর মতো ‘ভোটবিপ্লব’–এর আশা করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
রফিকুল ইসলাম বলেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভিপি (ভিপি প্রার্থী) ভোট পাইছে ৩ হাজার আর শিবিরের ভিপি (ভিপি প্রার্থী) ভোট পাইছে সাড়ে ১২ হাজার। আপনারা টের পাইতাছেন না? বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ রকম একটা নীরব ভোটবিপ্লব করবে, ইনশা আল্লাহ।’
আজ সোমবার বিকেলে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল–পূর্ব সমাবেশে এ কথা বলেন রফিকুল ইসলাম। নির্বাচনসহ নানা প্রশ্নে বিএনপির সঙ্গে বিরোধের মধ্যে তিনি এ কথা বলেন, তবে কোনো দলের নাম তিনি উল্লেখ করেননি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর এ বছর ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রতিটিতেই বিজয়ী হয়েছে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে। সেই নির্বাচন পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব), তার আগে নভেম্বরে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াত। সে দাবিতেই আজ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের। কিন্তু তিনি ‘অনিবার্য কারণে’ উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়। তাই রফিকুল ইসলাম প্রধান অতিথি হয়ে যোগ দেন এ সমাবেশে।
রফিকুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোট দিতে হবে। এরপর জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এসব দাবি মেনে নেওয়া না হলে জামায়াতের আন্দোলন চলতেই থাকবে।
নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে রফিকুল ইসলাম বলেন, ‘অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে। নইলে স্বৈরাচারী, ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াইয়ে নেমে যাবে। তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না।’
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী কামাল উদ্দিন, ঢাকা-৬ আসনে দলের সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাহার চেস একাডেমির বিশ্ব শিশু দিবস দাবায় সৌর অপরাজিত চ্যাম্পিয়ন সাম্য রানার আপ
বিশ্ব শিশু দিবস দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির রূপান্তর সৌর অপরাজিত চ্য্ম্পিয়ন হয়েছে। সাত খেলায় পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে সৌর একক কৃতিত্ব দেখিয়েছে। রানার আপ হয়েছে।
একই স্কুলের দ্বিতীয় শ্রেণির সমাদধীত সাম্য। তার সংগ্রহ ৬ পয়েন্ট। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অরুণ রায়, নারায়ণগঞ্ছ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির আলী সায়ের আহমাদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পোলস্টার ক্লাবের সভাপতি এস এম বাতেন, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ও দাবানুরাগী মো. শহীদুল ইসলাম স্বপন।
নাহার চেস একাডেমি আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতাটি পরিচলানা করেন জাতীয় দাবা বিচারক ও একাডেমির প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। সাত রাউন্ড রবিন লীগ পদ্ধতির এ প্রতিযোগিতাটি শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমি ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।