বাদ পড়ছে ভিকি-রাশমিকার ‘আপত্তিকর নাচ’
Published: 27th, January 2025 GMT
আপত্তির মুখে রাশমিকা মান্দানা ও ভিকি কৌশলের নাচের দৃশ্য কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ‘ছাবা’ সিনেমার পরিচালক লক্ষ্মণ উতেকার। সোমবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন এই নির্মাতা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘ছাবা’ সিনেমায় সম্ভাজি মহারাজের সঙ্গে তার মহারাণী যিশুবাইয়ের লেজিম নৃত্য পরিবেশনের দৃশ্য রয়েছে, যা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আনুষ্ঠানিক বিবৃতিতে পরিচালক লক্ষ্মণ উতেকার বলেন, “আমি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছি। তিনি জানাশোনা মানুষ। তাই আমি তার কাছ থেকে কিছু পরামর্শ এবং নির্দেশনা নিয়েছি। আমি এটা বলতে পারি, তার কথাগুলো আমার জন্য খুবই সহায়ক। তার সঙ্গে দেখা করার পর, আমি সেসব দৃশ্যগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমরা সম্ভাজি মহারাজকে লেজিম নৃত্য করতে দেখাতে চেয়েছিলাম।”
আরো পড়ুন:
নিজের পায়ে দাঁড়াতে পারছেন না রাশমিকা
যশুবাই রূপে রাশমিকা
ভারতের মহারাষ্ট্রের একটি লোকনৃত্য লেজিম। এ নাচে অন্তত পক্ষে ২০ জন নৃত্যশিল্পী অংশ নিয়ে থাকেন। এ নাচের চেয়ে সম্ভাজি মহারাজের গুরুত্ব অনেক। তা জানিয়ে লক্ষ্মণ উতরেকার বলেন, “লেজিম নাচ বড় কোনো বিষয় নয়। লেজিম নাচের চেয়ে সম্ভাজি মহারাজ অনেক বড়। তাই আমরা চলচ্চিত্রটি থেকে সেই দৃশ্যগুলো কেটে ফেলতে যাচ্ছি।”
কয়েক দিন আগে ‘ছাবা’ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। তাতে ভিকি-রাশমিকার ‘আপত্তিকর নাচের’ দৃশ্য দেখা যায়। ট্রেইলার প্রকাশের পরই মহারাষ্ট্রের একাধিক মন্ত্রী আপত্তি জানান। শুধু তাই নয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাভিস উদ্বেগ প্রকাশ করেন। দৃশ্যটি সিনেমায় রাখা হলে মহারাষ্ট্রে ‘ছাবা’ সিনেমা মুক্তি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রীরা।
রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।
সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন আপত ত
এছাড়াও পড়ুন:
২০ বছর পর শুধু ভেবেই নিজের নাম লিখলেন নিউরালিংক ব্যবহারকারী
২০ বছর ধরে নিজের নাম লিখতে পারেননি অড্রি ক্রুস। অবশেষে কলম বা কি–বোর্ড নয়, শুধু চিন্তা দিয়েই নাম লিখেছেন তিনি। নিউরালিংকের তৈরি মস্তিষ্কে স্থাপনযোগ্য চিপের সাহায্যে এই কাজটি করা সম্ভব হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের সই করা একটি ছবি প্রকাশ করেন অড্রি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘২০ বছর পর প্রথমবার নিজের নাম লেখার চেষ্টা করলাম। এখনো অনুশীলন চলছে।’
অড্রি ক্রুসের বার্তাটি শেয়ার করে নিউরালিংকের সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক লেখেন, ‘তিনি কেবল চিন্তা করেই কম্পিউটার নিয়ন্ত্রণ করছেন। বেশির ভাগ মানুষ জানেনই না, এখন এমন কিছু সম্ভব।’ এ মন্তব্যের পর থেকেই বিষয়টি ঘিরে প্রযুক্তি মহলে শুরু হয় আলোচনা। কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি এক কোটির বেশি বার দেখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, ‘আপনি এটা সত্যিই ভেবে লিখেছেন?’ কেউ কেউ লেখেন, ‘এটাই এ বছরের সবচেয়ে চমকপ্রদ ঘটনা।’
অনেকে বলছেন, প্রযুক্তির এই অগ্রগতি ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত কিংবা চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। নিউরালিংকের উদ্ভাবিত চিপ মস্তিষ্কের ভেতরকার স্নায়ুতন্ত্রের সংকেত শনাক্ত করে তা ডিজিটাল কমান্ডে রূপান্তর করতে পারে। ফলে ব্যবহারকারী হাত-পা নাড়াতে না পারলেও কেবল চিন্তার মাধ্যমে কম্পিউটার বা অন্যান্য যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারেন। অড্রির ক্ষেত্রে এই প্রযুক্তি তার হারানো সক্ষমতা ফিরিয়ে এনেছে।
নিউরালিংক এখন ‘ব্লাইন্ডসাইট’ নামে একটি নতুন চিপ নিয়ে কাজ করছে, যার মাধ্যমে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিরা আবার দেখতে পাবেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভবিষ্যতে এই প্রযুক্তি স্বাভাবিকের চেয়েও উন্নত দৃষ্টিশক্তি দিতে সক্ষম হতে পারবে। এখন পর্যন্ত প্রযুক্তিটি শুধু বানরের ওপর পরীক্ষা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যেই মানুষের ওপর এর ব্যবহার শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নিউরালিংক ২০৩১ সালের মধ্যে বছরে এক বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয়ের লক্ষ্য স্থির করেছে।
সূত্র: টেকক্লুসিভ