এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনিস্টার প্যাভিলিয়নে মিলছে নানা অফার। এর মধ্যে অন্যতম ‘কোটিপতি হোন’ অফার।  ‘কোটিপতি হোন’ অফারে বাণিজ্য মেলা কিংবা দেশের যেকোনো মিনিস্টার বিক্রয় কেন্দ্র থেকে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডেই রয়েছে কোটিপতি হওয়ার সুযোগসহ নানা চমক। 

আরও রয়েছে, একটির সঙ্গে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার।

প্যাভিলিয়নের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে:
টিভি: বাণিজ্য মেলায় মিনিস্টার নিয়ে এসেছে ২৪ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্ট ও বেসিক টিভি। মেলায় মিনিস্টার টিভিতে চলছে ৪০% পর্যন্ত মূল্যছাড়। মেলাতে মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায় সাথে আকাশ ডিটিএইচ ফ্রি। মিনিস্টারের বেশ কিছু  স্মার্ট টিভির মডেল গুলোতে রয়েছে QLED, 4K,অফিশিয়াল গুগল সার্টিফাইড এবং ফুল এইচডিসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি, যা দর্শকদের প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিচ্ছে।

ফ্রিজ: অত্যাধুনিক প্রযুক্তি এবং ৭৫% এনার্জি সেভিং সুবিধাসহ মিনিস্টার ফ্রিজ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে। মেলাতে রয়েছে মিনিস্টারের ১৬৫ লিটার থেকে ৬০০ লিটার ক্যাপাসিটির ফ্রিজ ও ফ্রিজার মডেল। মিনিস্টার ফ্রিজে চলছে ৫৫% পর্যন্ত মূল্যছাড়। মিনিস্টার ৬০০ লিটারের ৬ ডোর ফ্রিজের শোরুম মূল্য ১৫৪৮৩৯ টাকা হলেও বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এই ফ্রিজটির অফার মূল্য ৫৫% ডিসকাউন্টে মাত্র ৭০ হাজার টাকা।
  
এয়ার কন্ডিশনার: ৭৫% বিদ্যুৎ সাশ্রয়ী এবং ইকো-ফ্রেন্ডলি মিনিস্টার এয়ার কন্ডিশনার মেলায় বিশেষ অফারে ৩০% মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে।

ওয়াশিং মেশিন: আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিনিস্টার ওয়াশিং মেশিনে চলছে ৬ হাজার টাকা মূল্যছাড়। মিনিস্টারের ওয়াশিং মেশিন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছে।

মাইক্রোওয়েভ ওভেন: বাণিজ্য মেলাতে মিনিস্টার মাইক্রোওয়েভ ওভেনে চলছে ৫ হাজার টাকা মূল্যছাড়। 

কিচেন এপ্লায়েন্স: মিনিস্টার রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, গ্রাইন্ডার, আয়রন এবং অন্যান্য পণ্যগুলোতেও মিলছে ৪৭% পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২.

৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২৬৯০ টাকা এছাড়াও উভয় রাইস কুকারে সাথে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি। 

মিনিস্টার দিচ্ছে বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে ক্রয়কৃত পণ্যের মূল্যের মাত্র ২০% বুকিং মানি পরিশোধ করে নিকটস্থ মিনিস্টার শোরুম থেকে কিংবা ফ্রি হোম  ডেলিভারি সুবিধায় ক্রয়কৃত পণ্য বুঝে নেওয়ার সুযোগ।   

অফারটি সম্পর্কে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া বলেন, ‘মিনিস্টার ইলেকট্রনিকস ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মিনিস্টার ‘কোটিপতি হোন’  অফারটি বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে এবং একই সাথে  দেশব্যাপী মিনিস্টারের  হাজারের অধিক  নিজস্ব শোরুম ও ডিলার পয়েন্টে একযোগে চলমান আছে। মিনিস্টার ‘কোটিপতি হোন’ অফারে বেশ কয়েকজন লাখপতি বিজয়ী পেয়েছি এছাড়াও, ফ্রিজ, টিভি ফ্রিসহ অনেকেই নানান ধরনের লক্ষ লক্ষ টাকার উপহার পেয়েছেন। আশা রাখছি খুব দ্রুত আমরা আমাদের কোটিপতির দেখা পেয়ে যাবো। এই অফারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই উক্ত অফারটিকে সাদরে গ্রহণ করেছেন।’ সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ