লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রামগঞ্জ থানার সামনে থেকে ছাত্র-জনতা নাজমুল কবীর শিশির নামের ওই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

গ্রেপ্তার শিশির রামগঞ্জ পৌরসভার মধ্য আঙ্গারপাড়া পাটোয়ারী বাড়ির মো.

নয়ন মাস্টারের ছেলে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। 

আরো পড়ুন:

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এখন কিছু বলতে গেলেই আন্দোলনে চলে যায়: না.গঞ্জ এসপি

ওসি আবুল বাশার বলেন, ‍“একটি চাঁদাবাজির ঘটনায় শিশিরের সম্পৃক্ত রয়েছে। জনতা তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র মগঞ জ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ