যেসব কাণ্ডে বিপিএলকে মনে রাখতেই হবে
Published: 9th, February 2025 GMT
৪০ দিনব্যাপী টি–টোয়েন্টির উৎসব শেষ হয়েছে গত পরশু। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঘটন–অঘটন তো অনেকই হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত পাঁচ বেছে নিয়েছে প্রথম আলোর ক্রীড়া বিভাগ।দুর্বার রাজশাহী
কখনো ক্রিকেটারদের অনুশীলন বর্জন, কখনো বিদেশিই ছাড়া খেলতে নামা—ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার নজিরবিহীন সব ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহী। এবারের বিপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি ছিল তারা। তবে নেতিবাচক খবরের শিরোনামের শীর্ষস্থানটা একাই দখলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি।
এবারের বিপিএলে নজিরবিহীন সব ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে