নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫) ও রাফি (২৩) নামে দুই যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুরে মেঘাকমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের শাখায় মেরামতের সময় এসির বিস্ফোরণ ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে এবং রাফি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কাচঁপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারে মেরামত কাজ করার সময় টেকনিশিয়ান তুহিন এবং তার সহকারী রাফি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

রাজশাহীতে গুলি ছুড়ে, ককটেল ফাটিয়ে টেন্ডার বাক্স লুট

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাচঁপুর উপশাখায় এসি মেরামতের জন্য তুহিন ও রাফিকে পাঠানো হলে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন মারা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

ঢাকা/অনিক/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র মত

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও স্কুলের শিক্ষকবৃন্দরা।  

সভাপতি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান,  বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে  ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • মে দিবসের শ্রমিক সমাবেশে মহানগর শ্রমিকদলের শোডাউন
  •  মে দিবসে শ্রমিক জাগরণ মঞ্চ’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 
  • ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর 
  • রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ
  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন