নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার রাফিউল ইসলাম, মাঝিপাড়া এলাকার রকি ইসলাম, চকআমহাটি এলাকার শাহজাহান ও নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার জামাল শেখ।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, ১৪ ডিসেম্বর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেল ও স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি সদর থানায় অভিযোগ করেন রাকিবুল ইসলাম। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তালতলা হাফরাস্তা এলাকার জামালের ওয়ার্কশপ থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ও চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের
টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগেসন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।