দুর্ঘটনার পর বন্ধু মানেকে পেনাল্টি উপহার রোনালদোর
Published: 26th, February 2025 GMT
মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে আল নাসরের ম্যাচটাকে নিয়ে বহু ভাবেই লিখা যায়। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে শুরু হলো ম্যাচটি। কারণ মক্কায় অতিথী দল আল নাসরের বাস যে দুর্ঘটনার শিকার হয়। বল মাঠে গড়ালে আগের দুই ম্যাচে জয় বঞ্চিত আল নাসর তাদের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায়। পরে সাদিও মানে আরেকটি গোল করেন ম্যাচের অতিম মুহুর্তে।
এই দুই তারকার গোলে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে আল নাসর ২-০ ব্যবধানে জয় লাভ করে। তবে রোনালদো এই ম্যাচে দারুণ এক উদারতার নিদর্শন স্থাপন করেন ম্যাচের অন্তিম মূহুর্তে। এই পর্তুগিজ মহাতারকা নিজের আদায় করা পেনাল্টিটা ছেড়ে দেন সতীর্থ সাদিও মানেকে। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সেনেগালিস তারকা।
মক্কার কিং আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১০টায়। তবে রোনালদো-মানে-পিওলিরা দুর্ঘটনার শিকার হওয়ায় মাঠে যথা সময়ে পৌঁছাতে পারেননি। তাই রাত ১১টায় বল মাঠে গড়ায়।
আরো পড়ুন:
মিশরকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল, সালাহকে মানের সান্ত্বনা
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সোচ্চার মুসলিম ফুটবলাররা
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৮ মিনিটে আবদুলরহমান ঘারিবের ক্রসে ছুটে গিয়ে দার্শনীয় এক হেডে দলের প্রথম গোলটি করেন রোনালদো। এই গোলের ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকা ‘১০০০’ গোলের দিকে আরও এক পা এগিয়ে গেলেন। এটি ছিল পর্তুগিজ তারকার ক্যারিয়ারের ৯২৫তম গোল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্রের হয়ে রোনালদোর মোট গোল এখন ২৫টি।
এরপর যোগকরা সময়ের অষতম মিনিটে রোনালদোর ফ্রি-কিক ডি বক্সে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আল নাসরের হয়ে পর্তুগিজ তারকা নিজেই পেনাল্টি নিয়ে থাকেন। তবে এই মহাতারকা গতরাতে সুযোগ দিলে সতীর্থ মানেকে। সএই ম্যাচের আগে টানা ৯ ম্যাচ গোল খরায় ছিল সেনেগালিস তারকা।
সৌদি প্রো লিগে লিগে ২১ ম্যাচে ১৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন তারই সাবেক সতীর্থ কারিম বেনজেমা।
আল নাসর লিগে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। এক ম্যাচ কম খেলা আল ইত্তিহাদ ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আল ন স
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ
কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।
ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫