ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং একটি ফ্ল্যাটসহ ৪৩ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক রাশেদুল ইসলাম এ দুটি আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওবায়দুল করিমের ৩১টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ মার্কিন ডলার আছে। এছাড়া, ২০টি দলিলমূলে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা দামের ৪৩ একর ২৫ দশমিক ৪৫ শতাংশ জমি এবং ৯৫ লাখ ৯০ হাজার টাকার এক টি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম তার মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। যদি তিনি তা করতে পারেন, তাহলে বিচারে দোষী সাব্যস্ত হলে যেসব সম্পত্তি সরকারের অনুকূলে নেওয়ার কথা, তা সম্ভব হবে না। এজন্য সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আদালতের রায়ের পর সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত নিশ্চিত করতে এই সম্পত্তিগুলো ক্রোক (স্থাবর সম্পত্তি) ও ফ্রিজ (অস্থাবর সম্পত্তি) করা জরুরি।

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল

বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’

স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।

এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’

ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ

সম্পর্কিত নিবন্ধ