সুনামগঞ্জে সংঘর্ষ চলাকালে মৃত্যু, গুজব বলছে পুলিশ
Published: 11th, March 2025 GMT
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বালু ও পাথর বহনকারী ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে সোমবার (১০ মার্চ) রাতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজীব রহমান বলেন, “সংঘর্ষে কেউ মারা যাননি। যিনি মারা গেছেন তিনি সংঘর্ষের আগেই মারা যান। এটাকে সংঘর্ষে মৃত্যু বলে গুজব ছড়ানো হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা তাহিরপুর থেকে নিয়ে যাওয়া হয় বালু ও পাথর। এই দুইটি পণ্যবহনকারী ট্রাক থেকে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা হযরত আলী এবং ছাত্রদল নেতা হারুন মাহমুদের লোকজনের মধ্যে দ্বন্দ্ব হয়। গতকাল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় ইটের আঘাতে মোহাম্মদ আলী (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়।
আরো পড়ুন:
গৌরনদীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৯
জামালপুরে শিক্ষার্থী-আইনজীবী সংঘর্ষ, আহত ৮
মারা যাওয়া মোহাম্মদ আলী বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজীব রহমান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।”
ঢাকা/মনোয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ আহত ম হ ম মদ স ঘর ষ
এছাড়াও পড়ুন:
সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।
টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।
অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ