আছিয়ার বাড়িতে বিএনপি নেতারা, সহযোগিতার আশ্বাস
Published: 15th, March 2025 GMT
মাগুরায় ধর্ষণের শিকারের পর মারা যাওয়া শিশু আছিয়া খাতুনের পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শুক্রবার সকালে তাদের বাড়িতে গিয়ে তিনি শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দেন আফরোজা আব্বাস।
সেখানে তিনি বলেন, ‘আছিয়ার ঘটনা সারাদেশের মানুষকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে নেমেছি। আমরা চাই, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। একই সঙ্গে আমরা পরিবারটিকে সহযোগিতা আশ্বাস দিয়েছি। আমাদের দল তাদের পাশে আছে।’
এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন মাগুরার সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলী। পরে সেখানে পৌঁছান জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনিও শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন। এ সময় আছিয়ার মা জানান, কয়েক মাস আগে আকস্মিকভাবে তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার কারণেই পরিবারে বিপর্যয় নেমে এসেছে। উপস্থিত বিএনপি নেতাদের কাছে স্বামীর সুচিকিৎসার জন্য সহযোগিতা চান তিনি।
এ সময় শিশুটির বাবার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়ে মনোয়ার হোসেন বলেন, ‘ব্যক্তিগত সহযোগিতা ছাড়াও আমরা দলগতভাবে তাদের সহযোগিতা করব। শিগগিরই শিশুটির বাবার চিকিৎসা করাতে ঢাকায় নেওয়া হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ সহয গ ত পর ব র
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ