নারীদের অধিকারের গল্প নিয়ে ‘অপরাজিতা’, উপস্থাপনায় তানিয়া
Published: 19th, March 2025 GMT
নারীদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তানিয়া আফরিন। যে অনুষ্ঠানে মূলত নারীদের অধিকার নিয়েই কথা বলা হয়ে থাকে।
বিটিভিতে প্রচার হচ্ছে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ অনুষ্ঠানটি। এছাড়া খুব শিগগির এটিএন বাংলায় প্রচার আসছে তার উপস্থাপনায় ‘অপরাজিতা’ নামের আরও একটি অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানেই বিভিন্ন পেশাজীবির নারীদের অংশগ্রহন থাকছে।
তানিয়া আফরিন বলেন, ‘আমি শুরু থেকেই নারীদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। সবাই যেখানে গ্ল্যামারের পিছনে ছুটছে, সেখানে আমি ভিন্ন পথে হাটছি। আমি নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার সব কটি অনুষ্ঠানেই নারীদের অধিকার প্রাধন্য পেয়েছে। আমাদের সমাজে ও আশেপাশে এখনো নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে। এ বিষয়গুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করছি।’
তানিয়া আফরিন ২০১৭ সাল থেকে উপস্থাপনা শুরু করেছেন। সে সময় বিজয় টিভিতে প্রথমবারের মতো ‘নারী সফলতা’ অনুষ্ঠানটি করে বেশ প্রশংসা কুড়ান। বিটিভিতে নারীদের নিয়ে ৫০% অনুষ্ঠানটিও তার প্রশংসিত হয়েছে।
উপস্থাপনার পাশাপাশি তানিয়া বর্তমানে দীপ্ত টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে আছে। এর আগে বিজয় টিভি ও গাজী টিভিতেও সংবাদ পাঠিকা হিসেবে তিনি দীর্ঘদিন ছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ