দেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করলেও রিকশাচালকদের কথা বলে না। রিকশাচালকেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তাঁদের গুরুত্ব দেওয়া হয় না।

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এমন অভিযোগ করেন একদল রিকশাচালক। এ সময় তাঁরা উচ্চ সুদের কিস্তির জাল থেকে মুক্ত করে তাঁদের সরকারি ঋণের আওতায় আনার দাবি তোলেন।

রিকশাচালকদের ভাষ্য, তাঁরা সমাজের সর্বোচ্চ বৈষম্যের শিকার হচ্ছেন, অথচ কেউ তাঁদের কথা শোনার প্রয়োজন মনে করছে না।

বিক্ষোভে অংশ নেওয়া একজন রিকশাচালক বলেন, ‘আমরা দিন-রাত রাস্তায় থাকি। শহরের সব কষ্ট আমরা দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা-মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো জায়গা নেই।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ