সাত উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরিতে চড়ে সন্দ্বীপ যাবেন সন্দ্বীপেরই সন্তান মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োজিত।
নিজ জন্মস্থানের র্দীঘদিনের দুর্ভোগ দূর করতে গত সাত মাসে বেশ কিছু পদক্ষেপ নেন উপদেষ্টা ফাওজুল। বিগত আওয়ামী লীগ সরকার যা করতে পারেনি, তার অনেক কিছু গত সাত মাসে করে দেখিয়েছেন তিনি। তাঁর এসব উদ্যোগের সর্বশেষ সংযোজন হচ্ছে সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি ফেরি সার্ভিস। 
ফেরি সার্ভিস উদ্বোধন করতে মন্ত্রী পদমর্যাদার এত মানুষ একসঙ্গে অতীতে সন্দ্বীপ যায়নি। এটি সম্ভব করে ফাওজুল সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আরও ছয় উপদেষ্টা। তারা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। তাদের সঙ্গে থাকবেন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টার দু’জন বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও অধ্যাপক ডা.

সায়েদুর রহমান। 
সন্দ্বীপের বাসিন্দা কবির সোহেল বলেন, ফেরি চলাচল কার্যক্রম শুরু করার পথে অনেক বাধা পেয়েছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কিন্তু সব বাধা জয় করেছেন তিনি। চার লাখ সন্দ্বীপবাসীর স্বপ্নপূরণ করেছেন তিনি। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর আগে একাধিকবার সন্দ্বীপ পরিদর্শন করেছেন। দেখেছেন কাজের অগ্রগতিও। এ সময় তিনি বলেন, এ দ্বীপে তাঁর জন্ম। এর প্রতি দায় আছে তাঁর। অন্য এলাকার চেয়ে নানা দিক থেকে পিছিয়ে এ জনপথ। নৌপথে অবর্ণনীয় দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় দ্বীপবাসীকে। তারা সেটি দূর করার চেষ্টা করেছেন মাত্র।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপদ ষ ট ন উপদ ষ ট কর ছ ন মন ত র

এছাড়াও পড়ুন:

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ক‌রে‌ছে সরকার।

বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হ‌য়ে‌ছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে এপিবিএনে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিএনে, এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে এপিবিএনে, কেএমপির উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিএনে, পিবিআইর পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে এসএমপি-তে এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে এসবিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, এসএমপির উপ-কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরকে ঢাকা আরআরআর-এ, বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদকে পুলিশ সদর দপ্তরে, বিএমপির উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সিএমপিতে এবং সিআইডির মো. মামুন অর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • প্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের