বন্ধ ক্যাম্পাসে প্রাণিদের খাবার ও চিকিৎসা দিচ্ছে বাকৃবি ছাত্রদল
Published: 27th, March 2025 GMT
বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণিদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে প্রাণিদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন তারা।
শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিদের জন্য খাবার সরবরাহ করেন। যাতে প্রাণিগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণিদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা দিচ্ছেন।
এসব খাবারের মধ্যে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার রয়েছে।
বাকৃবি ছাত্রদলের এই উদ্যোগ প্রাণিপ্রেমী ও সচেতন মহলে প্রশংসিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী অনেকেই মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মনে করছেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো.
শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “মানুষের পাশাপাশি অবলা প্রাণিরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণিগুলোর জন্য খাবার ও চিকিৎসা সেবা অব্যাহত রাখব।”
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র র জন য
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ