প্রথমে পিটুনি পরে ডিম-ভাত খাইয়ে মাদক কারবারিকে পুলিশে সোপর্দ
Published: 2nd, April 2025 GMT
দিনাজপুরে ফেনসিডিলসহ আটকের পর এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারি ঢোলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে আরিফ হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে শুরুতে পিটুনি দেওয়া হয়। পরে ডিম দিয়ে ভাত খাওয়ায় এলাকার লোকজন।
দানিহারি ঢোলডাঙ্গার বাসিন্দাদের ভাষ্য, আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বারবার সতর্ক করার পরও সে এ কারবার চালিয়ে আসছিল। বুধবার সকালে এলাকাবাসী আরিফকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানায় জানানো হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা আরিফকে মারধর শুরু করে। পরে এলাকার কিছু লোক তাকে ডিম দিয়ে ভাত খাইয়ে পুলিশের কাছে তুলে দেয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় লোকজন ওই মাদক কারবারিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এখন থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব র
এছাড়াও পড়ুন:
আমির হামজা লড়বেন বিএনপির যেই প্রার্থীর সঙ্গে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
নিতাই রায় ও গয়েশ্বর রায়: বিএনপির আস্থায় দুই বেয়াই
ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক
জেলার অন্য আসনে ধানের শীষ পাওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
ঢাকা/কাঞ্চন/রাজীব