প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী
Published: 7th, April 2025 GMT
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এত দিন আশিক চৌধুরী সিনিয়র সচিব পদমর্যাদায় ছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আশিক চৌধুরী পেশায় ব্যাংকার ছিলেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। তিনি স্কাইডাইভারের লাইসেন্স অর্জন করেন। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যেকোনো দেশে স্কাইডাইভিং করতে পারেন তিনি। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী।
আরও পড়ুনবিডার নির্বাহী চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী১২ সেপ্টেম্বর ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার
মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুজনের প্রত্যাহারের আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে।
আরো পড়ুন:
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের এক মাস বাড়ল
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ
মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে প্রত্যাহার করে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। এই পরিবর্তন সম্পর্কেও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ডিসি পদে সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের ২০ মার্চ সরকারের এক প্রজ্ঞাপনে উপ-সচিব পদমর্যাদার অনেক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে কিছু ডিসির নতুন পদায়ন করে বা পদোন্নতি দিয়ে তাদের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।
ঢাকা/এএএম/রাসেল