সুনামগঞ্জের কয়েকশ গ্রাহকের কাছ থেকে ৪০-৫০ কোটি টাকা হাতিয়ে পালিয়েছে একটি প্রতারক চক্র। তারা এ জন্য ব্যবহার করেছিল ‘অক্সট্রেড ডটকম’ নামে একটি কোম্পানির নাম। চক্রটি কোম্পানিটি সুইজারল্যান্ডে নিবন্ধিত বলে প্রচারও চালিয়েছিল।
বর্তমানে এ নামের ডোমেইনটি বন্ধ পাওয়া গেছে। চক্রের সদস্যরা বিপুল অঙ্কের মুনাফা দেওয়ার নাম করে টাকা সংগ্রহ করে। এ জন্য তারা ব্যবসায়ী, ডাক্তার, সদ্য অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের টার্গেট করেছিল। তারা সবাই বিপুল অঙ্কের টাকা হারিয়ে মুষড়ে পড়েছেন।
সুনামগঞ্জ শহরের বাঁধন আবাসিক এলাকার বাসিন্দা ডা.
অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অক্সট্রেড ডটকমের নামে অনলাইনে প্রচার চালানো হয়। সুনামগঞ্জে কোম্পানির কার্যক্রম শুরু করেন নারায়ণগঞ্জের হিরাঝিলের বাসিন্দা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, নরসিংদীর শিবচরের তরিকুল ইসলাম ও কুমিল্লার হুমায়ুন আহমেদ। তারা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগ দেন মেটলাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার অভিজিৎ সরকারকে। প্রতারণার তথ্য ফাঁস হওয়ার পর থেকে লাপাত্তা তিনি। শহরের নতুনপাড়ার বাসভবনে তাঁর স্ত্রী ছাড়া কেউ নেই। ঈদের পর থেকে মেজর ইকবাল রোডে অবস্থিত মেটলাইফের বিশাল অফিসে তালা ঝুলছে।
মেটলাইফ ইন্স্যুরেন্সে দুটি পলিসি আপডেট হয়েছিল ডা. আশুতোষ দাসের। তিনি সেখান থেকে প্রায় ২৫ লাখ টাকা পান। পাশাপাশি দিরাইয়ে বিক্রি করা জমির টাকা, যুক্তরাষ্ট্রপ্রবাসী শ্যালিকাসহ কয়েক আত্মীয়ের প্রায় দুই কোটি টাকা অক্সট্রেডে বিনিয়োগ করেন। ডা. আশুতোষ বলেন, ‘আমাদের বলেছিল, ২০২৯ সাল পর্যন্ত এই কোম্পানি ব্যবসা করবে। ১ হাজার ডলারের বিপরীতে দিনে ৮ ডলার করে দিত। এই মেসেজ আসত গ্রাহকের মোবাইলে। অভিজিৎ সরকারের কাছে তা পাঠালে তিনি ক্যাশ দিতেন। ১৫-২০ দিন হয় মেসেজ এলেও টাকা ক্যাশ করা যায়নি। অভিজিৎসহ সংশ্লিষ্টদের ফোন নম্বরও বন্ধ।’
বিশ্বম্ভরপুরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়ার কাছ থেকে ডলারের মেসেজ পাঠিয়ে ক্যাশ করতেন অভিজিৎ সরকার। এ ছাড়া ‘বাইনান্স’ নামে আরেকটি হিসাবে গ্রাহক মেসেজ পাঠালেও তারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতেন। প্রায় ২০ লাখ টাকা দিয়েছেন তিনি। সর্বশেষ সাড়ে সাত লাখ টাকা ডাচ্-বাংলা ব্যাংকে জাহাঙ্গীর আলম ভূঁইয়ার হিসাবে জমা করেছেন ৪ মার্চ। এরপর থেকেই লেনদেন বন্ধ।
ওই ব্যবসায়ী জানান, প্রতি লাখে মাসিক মুনাফা ১৬ হাজার টাকা, ছয় মাস পরে একসঙ্গে জমা টাকার দ্বিগুণ অর্থাৎ এক লাখ থাকলে গ্রাহকদের মুনাফাসহ দুই লাখ ৯৬ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই কোম্পানি।
মেটলাইফ ইন্স্যুরেন্সের সুনামগঞ্জ কার্যালয় বুধবার বিকেলেও বন্ধ পাওয়া যায়। এ কোম্পানির বীমা প্রতিনিধি লিংকন তালুকদার মোবাইল ফোনে বলেন, ‘আমি নিজেও ভিক্ষুক হয়ে গেছি। বাড়ি-জমি সব বিক্রি করে ২০ লাখ টাকা দিয়েছি। এখন মরে যাওয়া ছাড়া পথ নেই।’ আরেক কর্মী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বলির পাঁঠা। জমিজমা বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। জাহাঙ্গীর ও তরিকুলের বাড়িতে ১০-১২ জন গিয়েও পাইনি।’
অভিজিতের শ্বশুর দীপু তালুকদারের ভাষ্য, সুমন, সাইফুল, শাহজাহান সুনামগঞ্জে এই কোম্পানি নিয়ে আসেন। অভিজিৎ যুক্ত হতে চাননি। ১০-১৫ দিন বোঝানোর পর অভিজিৎ অ্যাকাউন্ট খোলেন। ৫০০ ডলারের অ্যাকাউন্ট খুলতে রাজি হলেও সাইফুল, সুমনেরা জোর করে ৫ হাজার ডলারের অ্যাকাউন্ট করান। অভিজিতের নাম ব্যবহার করে এরা ব্যবসা করেছে।
মেটলাইফ ইন্স্যুরেন্সের জিএম লুৎফুর রহমান বলেন, ‘এই বিষয়ে আমরা কিছুই জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ সুনামগঞ্জ সদর থানায়ও এমন কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ স ন মগঞ জ সরক র ব যবস
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’
রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।
গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’
এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।
আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।