টাঙ্গাইলের মির্জাপুরে কলেজছাত্র ইমন হত্যা মামলায় বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টু তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গল্লী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গল্লী গ্রামের আব্দুল বাছেদ তালুকদারের ছেলে। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমন নিহত হন। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড.

আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে পিন্টু তালুকদারকে গ্রেপ্তার করা হয়। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আমির হামজা লড়বেন বিএনপির যেই প্রার্থীর সঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

নিতাই রায় ও গয়েশ্বর রায়: বিএনপির আস্থায় দুই বেয়াই

ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক

জেলার অন্য আসনে ধানের শীষ পাওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ