পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। এই খবরে আনন্দের বন্যা বইছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে। সেখানে সবার মুখে মুখে শাকিলের এভারেস্ট জয়ের গল্প। তাঁরা শাকিলের বাড়িতে উল্লাস প্রকাশ করছেন। সবার কাছ থেকে সন্তানের প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন তাঁর মা শিরিনা বেগম।

গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে হেঁটে রওনা দিয়ে আজ ১৯ মে নেপাল সময় সকাল সাড়ে ছয়টায় এভারেস্টের চূড়ায় পৌঁছান ইকরামুল হাসান। পরে আজ বেলা ২টা ১০ মিনিটে ইকরামুল হাসানের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তাঁর অভিযানের সমন্বয়কেরা জানিয়েছেন, ‘এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প–৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না।’

কালিয়াকৈর সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলবাড়িয়া বাজার। ওই বাজার থেকে আরও চার কিলোমিটার গেলে বাগচালা গ্রামে ইকরামুল হাসানের (৩৫) বাড়ি। গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাড়িতে চারটি ঘর রয়েছে। এর মধ্যে একটি রান্নাঘর। সবগুলোই মাটির তৈরি। আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। ইকরামুলের মাকে ঘিরে ধরছেন। অনেকেই তাঁকে জড়িয়ে ধরে উল্লাস করছেন।

ইকরামুল হাসানের এভারেস্ট জয়ের খবরে বাড়িতে ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইকর ম ল হ স ন করছ ন

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ৩ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ।

শনিবার (৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ১.১৮ শতাংশ।

এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ