বারবার অনুরোধেও সেই গোরখোদককে ঘোড়া উপহার দিতে পারলেন না বাসার
Published: 20th, May 2025 GMT
গোরখোদক মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে। তাঁর দীর্ঘদিনের সঙ্গী ঘোড়াটিকে কে বা কারা মেরে ফেলেছে। ৩ হাজার ৫৭টি কবর খোঁড়া মনু মিয়াকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে দেখে অভিনেতা খায়রুল বাসার ছুটে যান তাঁকে দেখতে। গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁদের দীর্ঘ সময় কথা হয়। মনু মিয়ার কথায় বাসারের মনে হয়েছে, ‘তাঁরা সমাজের নায়ক।’
মনু মিয়া ও বাসার দুজনেই কিশোরগঞ্জের মানুষ। শুরুতেই মজা করে বাসার প্রশ্ন করেন, ‘আপনি মনু মিয়ার কী হন?’ শুনে মনু মিয়াও সঙ্গে সঙ্গে বলেন, ‘আরে ফাগল আমিই তো মনু মিয়া।’ পরে আর তাঁদের আড্ডা জমতে সময় লাগে না। বাসারের মনে হয়েছে, মনু মিয়া বয়স অনুযায়ী বেশ শক্ত। মানসিকভাবেও দৃঢ়চেতা। এ ধরনের মানুষ সহজেই ভেঙেন পড়েন না। তবে কথার একপর্যায়ে মনু মিয়া ‘হতাশ’ করেন এই অভিনেতাকে। সেটাও বেশ ভালোভাবেই গ্রহণ করেন এই অভিনেতা।
অল্প সময়েই আড্ডা জমে যায় মনু মিয়ার সঙ্গে বাসারের। ছবি: বাসারের সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী মানবে না: ইসলামী আন্দোলন
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ জন্ম হবে। আবারও জাতীয় লুটেরা তৈরি হবে। দেশের টাকা বিদেশে পাচারের হিড়িক পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার কারও চাপে মাতা নত করে সংস্কারবিহীন অবস্থায় নির্বাচন দিলে দেশবাসী মানুষ তা বরদাশত করবে না।
মঙ্গলবার সন্ধ্যা পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের যৌথ সভায় এসব কথা বলেছেন তিনি।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেছেন, মানবিক করিডোরের ইতিহাস ভালো না। এসব স্পর্শকাতর বিষয়ে নতুন করে চুক্তি করা বর্তমান সরকারের কাজ নয়। দেশের আইনশৃঙ্খলা ভালো নয়। দ্রুত পরিস্থিতির উন্নতি চায় দেশবাসী।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন মহানগর নেতারা।