বারবার অনুরোধেও সেই গোরখোদককে ঘোড়া উপহার দিতে পারলেন না বাসার
Published: 20th, May 2025 GMT
গোরখোদক মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে। তাঁর দীর্ঘদিনের সঙ্গী ঘোড়াটিকে কে বা কারা মেরে ফেলেছে। ৩ হাজার ৫৭টি কবর খোঁড়া মনু মিয়াকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে দেখে অভিনেতা খায়রুল বাসার ছুটে যান তাঁকে দেখতে। গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁদের দীর্ঘ সময় কথা হয়। মনু মিয়ার কথায় বাসারের মনে হয়েছে, ‘তাঁরা সমাজের নায়ক।’
মনু মিয়া ও বাসার দুজনেই কিশোরগঞ্জের মানুষ। শুরুতেই মজা করে বাসার প্রশ্ন করেন, ‘আপনি মনু মিয়ার কী হন?’ শুনে মনু মিয়াও সঙ্গে সঙ্গে বলেন, ‘আরে ফাগল আমিই তো মনু মিয়া।’ পরে আর তাঁদের আড্ডা জমতে সময় লাগে না। বাসারের মনে হয়েছে, মনু মিয়া বয়স অনুযায়ী বেশ শক্ত। মানসিকভাবেও দৃঢ়চেতা। এ ধরনের মানুষ সহজেই ভেঙেন পড়েন না। তবে কথার একপর্যায়ে মনু মিয়া ‘হতাশ’ করেন এই অভিনেতাকে। সেটাও বেশ ভালোভাবেই গ্রহণ করেন এই অভিনেতা।
অল্প সময়েই আড্ডা জমে যায় মনু মিয়ার সঙ্গে বাসারের। ছবি: বাসারের সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ