গোপালগঞ্জের মুকসুদপুরে ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে আন্না বেগম (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লোহাইড়-বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আন্না বেগম মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

ওসি মোস্তফা কামাল বলেন, বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আন্না। এ সময় ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌঁছালে আন্নার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এতে ওড়না গলায় পেচিয়ে গেলে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু

মাদারীপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, কয়েকটি বাড়িতে হামলা

ওসি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল

বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’

স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।

এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’

ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ

সম্পর্কিত নিবন্ধ