অর্ধশত শ্রমিক অসুস্থ হওয়ার পর ছুটি ঘোষণা
Published: 1st, June 2025 GMT
গাজীপুর মহানগর এলাকার একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার পর ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার সকালে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের ভাষ্য, পানি পানের পর তারা অসুস্থ হয়ে পড়েন।
কর্মকর্তাদের দাবি, তারা স্বাস্থ্যবিধি মেনেই কারখানা পরিচালনা করেন।
ভুক্তভোগী শ্রমিকেরা জানায়, রোববার সকালে নির্ধারিত সময়েই তারা কাজে যোগ দেন। পরে কারখানার সরবরাহ ব্যবস্থা থেকে পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের বেশ কয়েকজনকে দ্রুত স্থানীয় তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পর কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, ‘কিছু শ্রমিক অসুস্থতাবোধ করেন, পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা বলছেন, পানি পান করে অসুস্থ হয়েছেন; কিন্তু আমাদের কারখানায় হাইজিং (স্বাস্থ্যবিধি) মেইনটেইন করা হয়। ওই শ্রমিকদের সবাই এখন সুস্থ।’
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ জানান, কারখানার পানি পানের পর শ্রমিকদের পেটে সমস্যা দেখা দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর সুপার এ কে এম জহিরুল ইসলামের ভাষ্য, ওই কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসাধীন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত