দীপিকার পর নতুন মায়েদের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন রাধিকা
Published: 5th, June 2025 GMT
মা হওয়ার পর অভিনেত্রীদের জন্য কাজে ফেরা সহজ নয়। কিছুদিন আগেই মা হওয়ার পর কর্মঘণ্টা নির্ধারণসহ নানা বিষয় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন অজয় দেবগন, কাজল, সাইফ আলী খান ও মণিরত্নম। এবার নতুন মায়েদের চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।
আরও পড়ুনমনে হচ্ছে মা হওয়ার বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছেন...১১ মে ২০২৫
রাধিকা গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো মা হন। তাঁর মা হওয়ার ব্যাপারটি সামনে আসে ‘সিস্টার মিডনাইট’ ছবির প্রিমিয়ারে।
‘সিস্টার মিডনাইট’ ছবির শুটিংয়ে রাধিকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেউৎস: Prothomalo
কীওয়ার্ড: হওয় র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।