গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল গৃহবধূর
Published: 9th, June 2025 GMT
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা মধ্য চারিগ্রাম এলাকার হাসান মিয়ার পুত্রবধূ। হাসান মিয়া বিভিন্ন মেলায় বেলুন বিক্রি করে করেন।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, সকালে বেলুন ফুলানোর কাজে ব্যস্ত ছিলেন সুবর্ণা। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিতে হয়ে সুবর্ণা ও তার স্বামী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পথে সুবর্ণা মারা যান। বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে বলে জানান ওসি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ ন হত স বর ণ
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ