জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএড ও এমএড, আবেদন শেষ ১৫ জুন
Published: 12th, June 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধীনে এক বছর মেয়াদি বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রামে ফল-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির যোগ্যতাবিএড (প্রফেশনাল): প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ২.
এমএড (প্রফেশনাল): বিএড প্রফেশনাল প্রোগ্রামে উল্লিখিত যোগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে।
আবেদনপত্র জমার শেষ তারিখ১৫ জুনের ২০২৫ মধ্যে www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা।
লিখিত ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যবিএড: ২০ জুন, বেলা ১১.৩০টা থেকে দুপুর ১২.৩০টা। এমএড: ২০ জুন, বেলা ৩.৩০টা থেকে বিকেল ৪.৩০টা।
ফলাফল ঘোষণার তারিখ: ২৬ জুন। ওরিয়েন্টেশন শুরু: ৪ জুলাই ২০২৫। সাপ্তাহিক ক্লাস: শুক্রবার ও শনিবার।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.jnu.ac.bd
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বাংলাদেশি ক্লাবে
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন। আর শেষ দিনে চমক দেখিয়ে কিউবা মিচেলকে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। খবরটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিন মৌসুমের জন্য মিচেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫ ম্যাচ খেলেছেন। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি। সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তাঁর।
এ ছাড়া ২০২৫-২৬ মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের সের্জিও ফারিয়াসের সঙ্গেও চুক্তি করেছে কিংস। ছোট–বড় মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দলের ডাগআউটে দাঁড়িয়েছেন ফারিয়াস। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০১৮ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে কিংস। টানা পাঁচ মৌসুম স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে দারুণ সাফল্য পায় ক্লাবটি। এরপর গত মৌসুমে অস্কারের চেয়ারে বসেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। তাঁর সময়ে ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতলেও লিগ শিরোপা হাতছাড়া করে দলটি।