নড়াইলে বাড়ির সামনে ঝোপে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক
Published: 13th, June 2025 GMT
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির সামনে ঝোপঝাড় থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম সালমা বেগম (৩০)। তিনি লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া এলাকার সৈয়দ সাঈদুর রহমানের মেয়ে এবং পাশের লাহুড়িয়া এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী শহীদুল ইসলাম পলাতক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর প্রায় ছয় মাস আগে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সালাম মোল্যার ছেলে শহীদুল ইসলামের সঙ্গে একই উপজেলার গাছবাড়িয়া এলাকার সাঈদুর রহমানের মেয়ে সালমা বেগমের বিয়ে হয়। তবে স্বামীর আরেকটি বউ থাকায় বিয়ের পরও শ্বশুরবাড়িতে যেতে পারেননি সালমা। এ কারণে বাবার বাড়ি গাছবাড়িয়াতেই ঘর বেঁধে বসবাস করছিলেন। স্বামী শহীদুল মাঝেমধ্যে সেখানে থাকতেন।
গতকাল বৃহস্পতিবার রাতেও সালমার বাড়িতে যান শহীদুল ইসলামে। রাতে সেখানে ছিলেন। আজ সকালে পরিবারের লোকজন সালমার বাড়িতে গেলে সালমা বা তাঁর স্বামী কাউকে দেখতে পাননি। একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির সামনে ঝোপের মধ্যে পড়ে সালমার লাশ দেখতে পান এক প্রতিবেশী। খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। এদিকে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা পুলিশ নিয়ে শহীদুলের লাহুড়িয়ার বাড়িতে গেলে তিনি পালিয়ে যান।
সালমার বোন আছমা বেগম অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে আপার বাড়িতে আসেন দুলাভাই। রাতে একসঙ্গে রান্না করে খেয়েছেন। আমার বাসায় তরকারিও দিয়ে গেছেন। সকালে বাড়ির সামনে থেকে আপার লাশ পাওয়া গেছে। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। নাক দিয়ে রক্ত পড়ে ভেসে গেছে। আমার আপাকে খুন করা হয়েছে। শহিদুলই আমার আপাকে মেরে পালিয়েছে। আমরা শহীদুলের বিচার চাই।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে। নারীর স্বামী পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ড় র স মন উপজ ল র ল হ গড় এল ক র
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ