সাইক্লিস্ট হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন
Published: 14th, June 2025 GMT
নিরাপদ সড়ক, সাইক্লিস্ট হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন বিডি সাইক্লিস্ট সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ওসমান গণি নামের একজন গত ১১ জুন চট্টগ্রামের হালিশহরে সাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়।
তারা আরও বলেন, প্রাইভেটকারটি চালাচ্ছিনেন লাইসেন্সবিহীন এক যুবক। ঈদের ছুটিতে বাবার গাড়ি নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে শহরের রাস্তায় চালাচ্ছিল তিনি। গাড়ির ধাক্কায় ছেলেটির মৃত্যু হলে ড্রাইভারকে আটক করে স্থানীয়রা। আটক লাইসেন্সবিহীন চালককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা যায়। কারণ, চালকের বাবা চট্টগ্রামের একজন ধণাঢ্য ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিডিসাইক্লিস্ট৷ সাইকেল চালাই আমরা। এটি দুর্ঘটনা নয়, একপ্রকার হত্যা। গাড়িচালকের আইন অনুযায়ী শাস্তি চাই। আমরা এই হত্যার বিচার চাই।
বক্তারা বলেন, লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে দিনে দুপুরে রাস্তায় কাউকে খুন করে। এমন কেউ যদি শাস্তি না পায়; তখন নৈরাজ্য না কমে বাড়ার সম্ভাবনাই বেশি থাকে।
বিডি সাইক্লিস্ট সদস্যরা বলেন, এই নৈরাজ্যের ভেতরে আমরা চাই.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১ কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনর এক কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে বন্দরে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক-শিক্ষকারা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বন্দর উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবারে স্মারকলিপি দাখিল করা হয়।
মানববন্ধরে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান এ এইচ এম শামীম আহমেদ, মহাসচিব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেল, শিক্ষক হাসান কবির, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাহবুব আলম, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশে ৬৫ হাজার ৭শ’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। যা দেশেরন ৫০ শতাংশ শিক্ষার চাহিদা পূরণ করে থাকে। আর এ সকল স্কুলে প্রায় ১ কোটির অধিক শিশু শিক্ষার্থী লেখা পড়া করে। আর ৫ম শ্রেণীতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে। যারা ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারি বৃত্তিতে অংশ নিয়েছে।
কিন্তু গত ১৭ জুলাই বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিতে অংশ গ্রহণ বাতিল করে। যার কারণে ১ কোটি শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে।
বক্তরা আরো বলেন, বাংলাদেশের সংবিধানে ১৭ অনুচ্ছেদে দেশের সকল শিশুদের সমান অধিকার দেয়া হয়েছে। বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিশুদের বুত্তিতে অংশগ্রহণ করতে না দেয় মানে সংবিধানের ও মানবাধিকার লঙ্ঘন। আমরা এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। যাতে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।