বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান বলেছেন, ‍“বাংলাদেশের সব ইসলামী দল, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম পছন্দ করে এমন মানুষ ঐক্যবদ্ধ হওয়ার পথে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে ইনশাআল্লাহ। এবার সেই ঐক্য হবেই। সব ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, এবার ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটি।” 

শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রফিকুল ইসলাম বলেন, “আমরা বলেছি, প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি।”

আরো পড়ুন:

জুলাই বিপ্লবের সুফল ঘ‌রে তুল‌তে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হ‌তে হ‌বে: জামায়াত

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

তিনি বলেন, “আমরা বলেছি, কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এ দাবি শুধু জামায়াতের না, পুরো বাংলাদেশের মানুষের।” 

 

জামায়াতের এই নেতা বলেন, “তিনটি ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িত মাঠ পর্যায় থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছি, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত গণহত্যার বিচার কাজ শেষ করতে।” 

রফিকুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের দোসর যারা ভেতরে-বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।” 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমির ড.

মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসান বক্তব্য রাখেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল

বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’

স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।

এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’

ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ

সম্পর্কিত নিবন্ধ