রাকসু নির্বাচনে ২৪৭ জনের মধ্যে নারী প্রার্থী ২৬, কারণ সাইবার বুলিংয়ের ভয়
Published: 19th, September 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৭ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ২৬ জন। অর্থাৎ মাত্র ১০ দশমিক ৫৩ শতাংশ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশ নেওয়ার এই হতাশাব্যঞ্জক চিত্রের নেপথ্যে সাইবার বুলিং (অনলাইন হেনস্তা), ব্যক্তিগত আক্রমণ, সম্মানহানির আশঙ্কা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত সাইবার বুলিংয়ের শিকার হওয়ার আশঙ্কায় সরে দাঁড়িয়েছেন। তাঁদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মৃত্তিকা। তিনি প্রথম আলোকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা মিছিলের সামনের সারিতে ছিলেন। কিন্তু আন্দোলনের পর আর নারী শিক্ষার্থীদের কেউ পাশে রাখেনি বা মনে রাখেনি। সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের নানাভাবে সাইবার বুলিং করা শুরু হলো। নির্বাচনের পরিবেশ না থাকায় এবং সাইবার বুলিংয়ের শঙ্কায় নির্বাচনে অংশ নিচ্ছি না।’ একই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক ফৌজিয়া নৌরিন।
১১ পদে কোনো নারী প্রার্থী নেইচায়ের আড্ডায় গিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিত করাচ্ছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন
ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার এক খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
খুদে বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে চালানো অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ১ হাজার ২২৫ জনকে এবং বিভিন্ন অপরাধে ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি একনলা বন্দুক, দুটি দেশে তৈরি এলজি, একটি গুলির খোসা উদ্ধার করা হয়।