নিশোর দাগীতে কি তৌসিফ আছেন, জানা গেল একসঙ্গে ছবির রহস্য!
Published: 30th, January 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে একসঙ্গে দেখা গেছে আফরান নিশো ও তৌসিফ মাহবুবকে। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন এবং কথা বলছেন। হুট করে তাদের এমন ছবি সামনে এলো কেনো? তাহলে কি তারা উভয় একসঙ্গে কোনো কাজ করছেন? এমন প্রশ্ন উঠেছে ভক্ত ও অনুরাগীদের মধ্যে।
সেই ছবির সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে জানা গেল আসল তথ্য। ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিংয়ে এখন রাজশাহীতে আছেন তৌসিফ। পাশেই দাগী সিনেমার শুটিং করছিলেন আফরান নিশো। যে ছবিটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি শুটিং হওয়াতেই দেখা দুই অভিনেতার।
ছবির নেপথ্যের গল্প জানতে যোগাযোগ করা হয় তৌসিফ মাহবুবের সঙ্গে। তিনি বলেন, আমি আর নিশো ভাই পাশাপাশি শুটিং সেটে শুটিং করছিলাম। শুটিং থেকে বের হওয়ার সময় আফরান নিশোর ভাইয়ের সঙ্গে দেখা হয়। অনেক দিন পর নিশো ভাইয়ের সঙ্গে দেখা হলো। তবে আমাদের একসঙ্গে কিছু আসছে না।
জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রথম প্রথম প্রেম’ নামের একটি নাটকের শুটিং করছেন তৌসিফ। যদিও নাটকটির শুটিং করার কথা ছিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হুট করেই এ বিশ্ববিদ্যারয়ে ছাত্রদের আন্দোলনের কারণে লোকেশন পরিবর্তন করে রাজশাহীতে নেওয়া হয়। এই নাটকের শুটিং করতে গিয়েই দেখা নিশোর সঙ্গে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটির সবাইকে একত্রিত থাকার অনুরোধ জানিয়েছেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় তিনি এ অনুরোধ জানান।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিসহ জাতীয় স্বার্থ বিবেচনায় এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীল হয়ে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। সভায় কর্মকর্তাদের দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিশনের বিভিন্ন সমস্যার সুরাহা করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বাস দেন তাঁরা।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সঙ্গে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।