নিলয়ের কমেডি, বাসারের রোমান্টিক
Published: 9th, February 2025 GMT
একটি কিপটে পরিবারের গল্প নিয়েই মিনি সিরিজ ‘কিপটা ফ্যামিলি’। সিরিজটি তৃতীয় কিস্তি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১৯ নম্বরে রয়েছে। শুধু নাটকের মধ্যে এটিই শীর্ষে। নাটকটি নিয়ে মন্তব্যের ঘরে ভক্তরা জানিয়েছেন, পরিবারের কিপটেমি করাকে অতিরঞ্জিত করে উপস্থাপনার করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সালহা খানম নাদিয়া, তুহিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, নাটকের দ্বিতীয় পর্ব ইউটিউব ট্রেন্ডিংয়ে শুধু নাটকের মধ্যে ৩ নম্বর রয়েছে।
আই হেট ম্যারিড লাইফ’ নাটকের পোস্টার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে