অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুরে নতুন করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে পাঁচজন এবং জেলা থেকে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে গত আটদিনে গাজীপুরে ৩৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানায় অভিযান চালিয়ে গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৮ ফ্রেরুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে গত ৮ দিনে ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, “গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় দুইজন, কাশিমপুর থানায় দুইজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত ডেভিল হান্ট অভিযানে মহানগর পুলিশ ২১৩ জনকে গ্রেপ্তার করেছে।” 

আরো পড়ুন:

অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা

গাজীপুর জেলা পুলিশ সুপার ড.

চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।” 

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে নাম না জানা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা  আওয়ামী লীগের কর্মী। ওদিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ