অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ৮ দিনে গ্রেপ্তার ৩৭৪
Published: 17th, February 2025 GMT
অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুরে নতুন করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে পাঁচজন এবং জেলা থেকে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে গত আটদিনে গাজীপুরে ৩৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানায় অভিযান চালিয়ে গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৮ ফ্রেরুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে গত ৮ দিনে ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, “গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় দুইজন, কাশিমপুর থানায় দুইজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত ডেভিল হান্ট অভিযানে মহানগর পুলিশ ২১৩ জনকে গ্রেপ্তার করেছে।”
আরো পড়ুন:
অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪
শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা
গাজীপুর জেলা পুলিশ সুপার ড.
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে নাম না জানা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা আওয়ামী লীগের কর্মী। ওদিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।